বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩



কেমন আছেন সবাই?আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন কোনো জায়গায় ভুল হলে ক্ষমার চোখে দেখবেন
আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টির নাম হচ্ছে SEO যার পূর্ণ মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন 

SEO

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অতিসহজে এবং বিনামূল্যে কোনো ওয়েবসাইটকে সকলের নিকট পৌছে দিতে পারে SEO এর মাধ্যমে ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো যায় এর মাধ্যমে যেকোনো ওয়েবসাইট এর জনপ্রিয়তা এবং সাইট এর ট্রাফিক বারানো  যায় বর্তমান এই যুগে আপনার ওয়েবসাইট এর নাম মনে রাখার মত সময় করা কাছে নেই তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে আপনার ওয়েবসাইটকে সকলের কাছে পৌছে দিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত কোনো তথ্য অতিসহজে খুঁজে পেতে SEO এর কোনো তুলনা হয়নাSEO এর মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ের সার্চ রেজাল্টে অন্য সব ওয়েবসাইটকে আপনার ওয়েবসাইটকে প্রথমে প্রদর্শন করাতে পারবেন আর সার্চ রেজাল্ট এ প্রথমে থাকা মানে প্রচুর ভিজিটর পাওয়া যদি আপনি আপনার ওয়েবসাইটে বেশি ভিজিটর পান তাহলে আপনি বেশি আয় করতে পারবেন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সাথে অনেক বিষয় জড়িত রয়েছে আপনার ওয়েবসাইটকে জনপ্রিয় করার জন্য প্রথম কাজ হচ্ছে একটি ভালো কীওয়ার্ড বাছাই করা এর জন্য আপনাকে অনেক সময় ধরে গবেষণা করতে হবে আর এটা মনে রাখতে হবে যে আপনি যেই কীওয়ার্ড টি বাছাই করবেন যাতে আপনার প্রতিদন্দী কম থাকে ধরেন আপনি গুগলে সার্চ দিলেন “Games Download” কীওয়ার্ড টি দিয়ে এতে আপনি সার্চ রেজাল্টে ২ কোটি  বা তারও বেশি  সাইটের ফলাফল পাবেন যেগুলোকে অতিক্রম করে আপনার ওয়েবসাইটকে প্রথম পাতায় আনা প্রায় অসম্ভব এজন্য আপনাকে একটু অন্য রকম কীওয়ার্ড বাছাই করতে হবে যাতে আপনার প্রতিদন্দী ওয়েবসাইট এর সংখা কমে যাবে আর কীওয়ার্ড নিয়ে গবেষনার জন্য গুগল এর এই টুলটি অনেক কাজের
আজকে এই পর্যন্তই ভালো থাকবেন

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন