শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৩



সবাইকে স্বাগত জানিয়ে শুরু কর ফটোশপ টিউটোরিয়াল এর তৃতীয় পর্ব গত পর্বে আমরা ফটোশপ দিয়ে কি কাজ করা হয় কি সেইটা জেনেসিলাম আজকে আমরা ফটোশপ এর বিভিন্ন টুলস এর সংক্ষিপ্ত পরিচয় এবং এই টুলস এর কাজ সম্পর্কে জানব ফটোশপ এ টুলস এর বিভিন্ন অপসন সম্পর্কে জানব
Tools
ফটোশপ ওপেন করার পর বামে আপনি টুলস এর অপসন গুলো দেখতে পারবেন ফটোশপ এ অনেক টুলস অন্তর্ভুক্ত করা হয়েসে আপনার কাজকে অনেক সহজ এবং সুন্দর করার জন্য ফটোশপ এ এমন অনেক টুলস রয়েসে যেইগুলো আপনাকে বারবার ব্যবহার করতে হবে এবং এমন অনেক টুলস রয়েসে যেই গুলো আপনার কাজে খুব একটা বেশি ব্যবহৃত হবেন প্রতিটি টুলস এর সামনে মাউস পয়েন্টার নিয়ে গেলে টুলস এর নাম দেখা যাবে তারপরেও সব টুলস এর নাম আপনারা এখান থেকে দেখতে পারেন আপনি যদি টুলস এ ক্লিক করে চেপে ধরে রাখেন তাহলে আপনি আরো টুলস পাবেন ওই টুলস সম্পর্কিত



আপনি যেকোনো একটি টুলস এ ক্লিক করলে এর অপসন বার উপরে দেখতে পারবেন আপনি যেকোনো টুলস এ ক্লিক করলে অপসন বারটি দেখতে পারবেন আপনি এই অপসন বারকে চেঞ্জ করে আপনার ডিজাইন কে অনেক সুন্দর করতে পারেন


আজকে এই পর্যন্তই ভালো থাকবেন

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন