আপনারা অনেকেই ওডেস্ক
সম্পর্কে শুনেছেন। ওডেস্ক সম্পর্কে অনেকেরই
ধারণা কমবেশি আসে। অনেকেই আমরা ওডেস্ক থেকে
আয় করতে চাই। তাই আমি আপনাদের সাথে ওডেস্ক এর প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। আমদের মাঝে অনেকেই আসেন ওডেস্ক কি জানেন না তাই আমি
শুরুতেই জনাব ওডেস্ক কি? ওদেস্ক হচ্ছে অনেক জনপ্রিও Freelancing Marketplace। এই Marketplace এ প্রতিদিন হাজার হাজার ডলার এর কাজ আসে।
তাই আপনি যদি কোনো কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে এই খান থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এর যদি কোনো কাজ না জানেন তাহলে এই দিকে আসার দরকার নেই। কারণ কাজ জানা না থাকলে আপনি এই খানে কিছুই করতে পারবেন না। আপনি যদি ভালো কাজ শিখে আসেন তাহলে এই খাকে আপনার জায়গা করে নিতে পারবেন। ওডেস্ক এ আপনি প্রথমদিকে কাজ পেতে আপনাকে অনেক কষ্ট হতে পারে। এতে ভয় পাবেন না কারণ কষ্টের ফল আপনি পাবেনই। অনেকে আসেন যারা কিসুদিন বিট করার পর যদি কাজ না পায় তাহলে চলে যাই এবং বলে ওডেস্ক ভুয়া। আপনি যদি একবার কাজ পেযে যান তখন দেখবেন আপনি কাজ পেতেই আসেন। একদিন আপনার এরকম হবে যে আপনি কাজ করার সময় পাবেন না। তাই আপনারা ধর্য্য হারাবেন না। তাহলে একদিন আপনি অবশ্যই আপনি সফল হবেন। আবার মূল কথায় আসি।
এখানে আপনাকে বিভিন্ন কাজের
জন্য apply করতে হবে। এখনে দুই ধরনের কাজ পাওয়া
যায় :-
১)মুল্লনির্ধারক বা Fixed Prize
2)সময়ভিত্তিক বা Hourly
মুল্লনির্ধারক বা Fixed Prize
এইটা সাধারণত কাজ শেষে টাকা
দেওয়া হয়। এখানে যে কাজ দিবে সে সেই কাজের রেট নির্ধারণ
করে দিবে। আপনাকে এপ্লিকেশন করার সময় সেই রেটের মধ্যেই
আপনি কত রেটে তার কাজ টি করতে পারবেন তা উল্লেখ করে দিবেন। আপনি এখনে কখনোই বায়ারের নির্ধারণ করা রেট এর বেশি apply কতে পারবেন না।
সময়ভিত্তিক বা Hourly
সময়ভিত্তিক বা Hourly বলতে আপনি কাজ
পাওয়ার পর যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টার টাকা পাবেন। আর কাজ না করলে তাকাও পাবেন না। odesk এ সাধারণত সময়ভিত্তিক বা Hourly এর চাহিদাটাই বেশি। তাই যারা নতুন তাদের জন্য সময়ভিত্তিক বা Hourly আর কাজ পাওয়াটা
একটু কঠিন। কিন্তু নতুনেরা যে পাবেনা
তা না। আপনি বায়ার কে সন্তুষ্ট করতে পারলে সময়ভিত্তিক
বা Hourly এর কাজ করতে পারবেন।
আজকে এই পর্যন্তই
ভালো থাকবেন ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন