শনিবার, ৮ জুন, ২০১৩

আর আর ফাউন্ডেশনের ওয়েব ডিজাইনিং কন্টেস্ট এর জন্য প্রতিযোগী বাছাইকরণের উদ্দেশ্যে কাজের নমুনা যাচাই বাছাই করে নিম্নের প্রতিযোগী দের বাছাই করা হয়েছে। আনন্দের বিষয় এই যে, বেশ কিছু মেম্বারদের কাছ থেকে খুব ভাল কিছু কাজ পেয়েছি আমরা। এতে প্রমাণিত হয় যে আমরা ব্যার্থ নই। আমরা নিশ্চিত সফলতার দিকেই এগিয়ে জাচ্ছি। আবার কিছু ই-মেইল এমন পেয়েছি যারা ড্রপ বক্সে ফাইল আপলোড করে পাবলিক লিঙ্ক শেয়ার করতে পারে নাই। তাদের বলব আপনারা আগে এই জাতীয় বেসিক জিনিসগুলো শিখুন, পরে প্রতিযোগিতায় অংশ নিন। আবার অনেকে ফেসবুক প্রোফাইল লিঙ্ক যুক্ত করেন নাই। আপনার প্রোফাইল ছাড়া আপনাকে আমরা চিনব কিভাবে? এর পর থেকে এইধরণের ভুল করলে অনুপযুক্ত বলে ধরে নেয়া হবে।
যত তারাতারি সম্ভব আমরা কন্টেস্ট শুরু করে দেব। নিম্নে বিগিনার, এডভান্সড এবং প্রো এডভান্সড লেভেলে নির্বাচিত প্রতিযোগীদের তালিকা দেয়া হল।

বিগিনার লেভেলে নির্বাচিত হয়েছেন = 24 জন
নামের তালিকা : http://rrfforum.com/showthread.php?tid=35
এডভান্সড লেভেলে নির্বাচিত হয়েছেন = 31 জন
নামের তালিকা : http://rrfforum.com/showthread.php?tid=36
প্রো এডভান্সড লেভেলে নির্বাচিত হয়েছেন = 11 জন
নামের তালিকা : http://rrfforum.com/showthread.php?tid=37

সর্বমোট 66 জন প্রতিযোগী আমাদের কাছে নিবন্ধিত হলো ভবিষ্যতে আবারো নিবন্ধন শুরু করা হবে তবে কখন কিভাবে তা করা হবে এ ব্যাপারে ফোরামে বিস্তারিত থাকবে। তাই সবাইকে ফোরামে সক্রিয় অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
আমাদের ফোরাম লিংক : http://rrfforum.com/

বি: দ্র : ফোরাম এক্টিভিটিস এর উপর আরআরএফ লেভেল বৃদ্ধি পাবে। যা আপনাদের ফোরাম প্রফাইলে ইতোমধ্যে যুক্ত হয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন