আপনাদের সবাইকে আবারও শুভেচ্চা জানিয়ে শুরু করসি
আজকের টিউন . আপনারা যদি এখান থেকে কিসুটাও শিখতে পারেন তাহলেই আমার টিউন সার্থক .
আমার এই টিউন এ যদি কোনো ভ্ভুল হয়ে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন .
What is HTML?
ওয়েবসাইট ডিজাইন হলো কোনো ওয়েব সাইট এর বাহ্যিক অবয়ব বানানো .
একটি ওয়েবসাইট দেখতে কিরকম হবে তা বানানো হই HTML দিয়ে . HTML Programer এর মূল
কাজ হলো ওয়েবসাইট এর টেম্পলেট তৈরী করা . একটি সাইট এর লগইন পেইজ ইত্যাদি এবং সাইট
এর প্রতিটি পাতা দেখতে কিরকম হবে তা নির্ণয় করা হয় HTML language দিয়ে . সাধারণত
এই ডিজাইনকে বলা হয় স্টাটিক
ডিজাইন.
সাধারণত ওয়েব ডিজাইন শিখতে যেসব
জানতে হবে
এইচটিএমএল : এটা হলো একটা মার্ক আপ ল্যাংগুয়েজ, এটা প্রোগ্রামিং
ল্যাংগুয়েজ না,এটা শেখা
খুব সহজ।সিএসএস : এটাও একটি মার্ক আপ ল্যাংগুয়েজ.
ফটোশপ :ফটোশপ এ যে কাজটি শিখতে হবে তা হল পিএসডি থেকে এইচটিএমএল টেমপ্লেট (PSD to HTML) বানানো, ব্যানার, বাটন, এনিমেশন তৈরী করা এসব জানতে হবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন