Type Tool
সবাইকে শুভেচছা জানিয়ে শুরু করছি
আজকের টিউন। কোনো জায়গায় ভুল হলে
ক্ষমার দৃষ্টিতে দেখবেন। Adobe Photoshop cs5 এ অনেক
কাজের একটি টুলস হলো টাইপ টুলস। আমরা হয়ত অনেকেই জানি আকাবাকা
টাইপ এর জন্য Adobe Illustrator অনেক ভালো কিন্তু Adobe Photoshop cs5 এতেও অনেক
সুন্দর ভাবে আকাবাকা টাইপ এর কাজ করা সম্ভব। শুধু Adobe Photoshop cs5 এ না
এটি Adobe Photoshop cs2 থেকে শুরু হয়েসে। তাই আজকে আমি দেখাবো কিভাবে
আপনারা Adobe Photoshop cs5 এর মধ্যে আকাবাকা টাইপ করতে পাবেন।
|
Adobe Photoshop CS |
|
পেন টুল এর মাধ্যমে আপনি যেকোনো ভাবে আপনি আপনার
লেখাকে আকাবা করতে পারবেন
। প্রথমে পেন টুল এর সাহায্যে আপনার মনের মত আকার দিয়ে নিন।
তারপর টাইপ টুল সিলেক্ট করে আপনার
কাঙ্ক্ষিত লেখাটি লিখে ফেলুন। যদি না পারেন তাহলে নিচের
স্ক্রিন শট টি দেখে নিন।
আপনার কাজ শেষ। আমার এই ছোট্ট টিউনটি যদি আপনাদের ভালো লেগে
থাকে তাহলে কমেন্ট এ জানাবেন। আর কোনো জায়গায় যদি বোঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন কমেন্ট এর মাধ্যমে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন